IQNA

ফ্রান্সে মুসলমানদের উপর হামলা হ্রাস পেয়েছে

14:39 - October 19, 2017
সংবাদ: 2604107
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি এক পরিসংখ্যান পরিলক্ষিত হয়েছে, ফ্রান্সে ২০১৭ সালের প্রথম ৮ মাসে মুসলমানদের উপর হামলা হ্রাস পেয়েছে।
ফ্রান্সে মুসলমানদের উপর হামলা হ্রাস পেয়েছে
বার্তা সংস্থা ইকনা: 'ফ্রান্সে ন্যাশনাল এন্টি-ইসলামিক স্টাডিং ওয়াচ'  এক প্রতিবেদনে ফ্রান্সে মুসলমান ও ইসলামিক সেন্টারে হামলার সংখ্যা হ্রাস পেয়েছে বলে জানিয়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০১৭ সালের প্রথম ৮ মাসে মুসলমানদের উপর মোট ৮২ বার হামলা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে ৪২ বার হামলা করা হয়েছে।
এই জরিপে দেখা যায়, ২০১৬ সালের তুলনায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে আগস্ট মাসে মুসলমানদের উপর ৩৯ শতাংশ হামলা হ্রাস পেয়েছে।
উল্লেখ্য, চরমপন্থি ইসলাম বিদ্বেষীদের কার্যক্রমের ফলে ফ্রান্সের মুসলমানেরা সর্বদা আতঙ্কের মধ্যে জীবন অতিবাহিত করে।
iqna



captcha