IQNA

শেষ জামানার ফেতনা থেকে মুক্তির উপায়

11:34 - October 20, 2017
সংবাদ: 2604113
ইমামদের উচ্চ মর্যাদা ও ফজিলত সম্পর্কে জানার অনেক উপায় রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইমাম নিজেই যে সকল দোয়া যিয়ারত পাঠ করতে বলেছেন এবং তার সম্পর্কে অন্যান্য ইমামগণ যা বলেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর আবির্ভাবের সঠিক সময় আমাদের জানা নেই তবে সর্বদাই তার অপেক্ষায় থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আর ইমাম মাহদীকে চেনার মাধ্যমেই আমাদের মুক্তি ও নাজাত রয়েছে।

আমরা যদি আমাদের দ্বীনকে রক্ষা করতে চাই এবং ঈমানদার হিসাবে বাচতে চাই তাহলে অবশ্যই জামানার ইমামকে চিনতে ও জানতে হবে। যখন আমরা জামানার ইমামকে সঠিকভাবে চিনতে পারব তখনই আমরা সঠিকভাবে ধর্মীয় ও সামাজিক সকল দায়িত্ব পালন করতে পারব।

হাদিসের ভাষ্য অনুযায়ী ইমাম মাহদীর অধিকাংশ সাহায্যকারীরা যুবক হবেন এবং তাদের মধ্যে সারা বিশ্বের যুবকরা বিশেষকরে ইরানের যুবকরা থাকবেন। সুতরাং যুবকদেরকে ইমাম মাহদীর(আ.) উপযুক্ত সৈন্য হওয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করতে হবে।

সুতরাং ইমাম মাহদীকে সাহায্য করার জন্য সর্বপ্রথম যে জিনিসটি দরকার তা হচ্ছে স্বয়ং ইমাম মাহদীকে সঠিকভাবে চেনা ও জানা। কেননা কোন জিনিসকে ভালভাবে না চিনতে ও না জানলে তার অনুসরণ করা যায় না।

আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি বলেন, যদি জাহেলিয়াত তথা অজ্ঞতার জীবন থেকে মুক্তি নিয়ে বুদ্ধি ও বিবেকের জীবন-যাপন করতে চাই তাহলে অবশ্যই জামানার ইমামকে চিনতে হবে। কেননা আমরা যদি জামানার ইমামকে না চিনি তাহলে আমাদের জীবন অন্ধকারাচ্ছন্ন এবং অজ্ঞতায় পূর্ণ হয়ে যাবে।

ইমাম মাহদীর প্রতি বিশ্বাস আনার পর তাকে মনেপ্রাণে ভালবাসতে হবে এবং তাকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। তাহলে আমরা সুন্দর ও বুদ্ধিবৃত্তিক জীবন-যাপন করতে পারব।

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: শেষ জামানার ফেতনা থেকে বাচার জন্য সর্বদা দোয়াতে মারেফাত পাঠ করবে: « اللهم عرفنی نفسک فانک ان لم تعرفنی نفسک لم اعرف نبیک؛ اللهم عرفنی رسولک، فانک ان لم تعرفنی رسولک لم اعرف حجتک؛ اللهم عرفنی حجتک فانک ان لم تعرفنی حجتک ضللت عن دینی.»

হে আল্লাহ আপনি নিজেই আমাকে আপনাকে চেনার তাওফিক দান করুন, কেননা আপনাকে যদি না চিনতে পারি তাহলে আপনার নবীকে চিনতে পারব না। হে আল্লাহ আপনি নিজেই আমাকে আপনার নবীকে চেনার তাওফিক দান করুন, কেননা আপনার নবীকে না চিনতে পারলে আমি আপনার হুজ্জাত তথা ইমামকে চিনতে পারব না। হে আল্লাহ!আপনি নিজেই আমাকে আপনার হুজ্জাত তথা ইমামকে চেনার তাওফিক দান করুন, কেননা আমি যদি আপনার হুজ্জাতকে না চিনতে পারি তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব।
captcha