IQNA

মিয়ানমারে সাংবাদিকদের মুক্তির জন্য জাতিসংঘ মহাসচিবের অনুরোধ

15:23 - December 17, 2017
সংবাদ: 2604577
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে আটক করছে মিয়ানমারের কর্তৃপক্ষ। মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের জন্য জাতিসংঘ মহাসচিব উদ্বেগ প্রকাশ করে এই দুই সাংবাদিককে অনতিবিলম্বে মুক্তি দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

মিয়ানমারে সাংবাদিকদের মুক্তির জন্য জাতিসংঘ মহাসচিবের অনুরোধ

 

বার্তা সংস্থা ইকনা: টোকিওতে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গুটিয়ারেজ বলেন: মিয়ানমার মানবাধিকার লঙ্ঘন করেছে। আর এজন্য আমরা উদ্বিগ্ন। কারণ সেদেশে এ পর্যন্ত সহিংসতার ফলে ৬ লাখের অধিক রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, রয়টার্সের "ওয়া লুং" এবং "কিয়াও সু" নামে দুই সাংবাদিক মিয়ানমারের সহিংসতা নিয়ে রিপোর্ট তৈরি করেছে এবং সেদেশের প্রেসের স্বাধীনতা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আর এজন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি ইয়াঙ্গুন থেকে ওয়া লোন ও কাইওয়া সোয়ে উ নামের দুই সাংবাদিককে আটক করে মিয়ানমার সরকার। মিয়ানমারের সংবাদপত্র ফ্রন্টিয়ার মিয়ানমারের তথ্যানুসারে, তাদের কাছে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের একটি মানচিত্র এবং সেনাবাহিনীর একটি প্রতিবেদন পাওয়ায় তাদের আটক করা হয়েছে।

রয়টার্স একটি আন্তর্জাতিক ব্রিটিশ নিউজ এজেন্সি এবং থমসন রয়টার্সের তত্ত্বাবধায়নে রয়েছে। রয়টার্সের সদর দফতর লন্ডনে অবস্থিত এবং এই সংবাদ সংস্থা সারা বিশ্বের খবর প্রকাশ করে।

iqna

 

 

 

captcha