IQNA

ইমাম হাদীর(আ.) দৃষ্টিতে অন্তর্ধানের যুগে আলেমদের ভূমিকা

23:25 - December 17, 2017
সংবাদ: 2604581
আমাদের কায়েমে আলে মুহাম্মাদের অন্তর্ধানের যুগে যদি আলেমরা না থাকত যারা মানুষকে ইমাম মাহদীর দিকে হেদয়াত করেন। কেওই আল্রাহর দ্বীনে প্রতিষ্ঠিত থাকত না এবং সকলেই মুরতাদ হয়ে যেত।

ইমাম হাদীর(আ.) দৃষ্টিতে অন্তর্ধানের যুগে আলেমদের ভূমিকা

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আলেমদের ভুমিকা, গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে বহু হাদিস বর্নিত হয়েছে। তবে ইমাম মাহদীর অন্তর্ধানের যুগের আলেমদের ব্যপারে অনেক বেশী মর্যাদার কথা বলা হয়েছে। কেননা তারা না থাকলে মানুষ সঠিক ইসলামের প্রতি প্রতিষ্ঠিত থাকত না।

ইমাম আলী নাকি আল হাদী(আ.) বলেছেন: শেষ জামানার আলেমরা অনেক বেশী মর্যাদার অধিকারী। কেননা ঐ সময়ে আমাদের কায়েমে আলে মুহাম্মাদ অন্তর্ধানে থাকবেন। আর এই আলেমরাই তাদেরকে দ্বীনের প্রতি অটল রাখবে এবং তাদেরকে আল্লাহর হুজ্জাতের আনুগত্য করার জন্য দাওয়াত করবে।

তারা না থাকলে দূর্বল ঈমানের শিয়ারা এবং আহলে বাইতের শত্রুরা মোটকথা সবাই গোমরা হয়ে যেত এবং সকলেইমরতাদ হয়ে যেত। কিন্তু আলেমরা তাদেরকে হেদায়াতের পথে দাওয়াত করে সঠিক পথের দিশা দেয়। যেভাবে জাহাজের চালক জাহাজকে গন্তব্যে পৌছায় তেমনিভাবে তারা দিশেহারা মানুষের পথ দেখায়। আর এজন্যই তারা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ট মানুষ। শাবিস্তান

captcha