IQNA

ইন্দোনেশিয়ায় লাখো মানুষের বিক্ষোভে মার্কিন পণ্য বর্জনের ডাক

23:29 - December 17, 2017
সংবাদ: 2604582
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের 'রাজধানী' হিসেবে যে স্বীকৃতি দিয়েছেন তার বিরুদ্ধে ইন্দোনেশিয়ার হাজার হাজার মুসলমান রাস্তায় নেমে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ জানিয়েছেন।

ইন্দোনেশিয়ায় লাখো মানুষের বিক্ষোভে মার্কিন পণ্য বর্জনের ডাক

 



বার্তা সংস্থা ইকনা: পুলিশ জানিয়েছে, রবিবার প্রায় লাখো বিক্ষোভকারী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রধান মসজিদ থেকে মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের সামনে একটি স্কয়ারে জড়ো হন। এ সময় তারা ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’ ও ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে। বিক্ষোভকারীদের অধিকাংশই সাদা পোশাক পরেছিল। পবিত্র বায়তুল মুকাদ্দাস বিষয়ে নেয়া বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসতে বিক্ষোভকারীরা ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

একজন বিক্ষোভকারী বলেন, মজলুম ফিলিস্তিনি মুসলিম ভাইদের প্রতি সমর্থন এবং সংহতি জানাতে আমরা ইন্দোনেশিয়ার মুসলমানরা এখানে সমবেত হয়েছি। আমরা আশা করছি ফিলিস্তিন দখলদার ইসরাইল থেকে শিগগিরই মুক্ত হবে এবং ফিলিস্তিনিরা যেন আমাদের মতো স্বাধীন জাতি হিসেবে বসবাস করতে পারে তার জন্য আল্লাহ তাদেরকে সেই শক্তি এবং ধৈর্য দান করুক। বিক্ষোভ মিছিলে ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়কমন্ত্রীসহ জাকার্তার গভর্নরও উপস্থিত ছিলেন।

এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত সব ধরনের মার্কিন পণ্য বর্জন অব্যাহত রাখতে ইন্দোনেশিয়ার উলেমা পরিষদের মহাসচিব আনয়োর আব্বাস তার দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আরটিএনএন

captcha