IQNA

বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা;

হুশিয়ারের সাথে অপশক্তির মোকাবেলা করবো/ দেশের অভ্যন্তরে অসমাধানযোগ্য কোন সমস্যার অস্তিত্ব নেই

14:15 - March 16, 2018
সংবাদ: 2605271
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেছেন: হুশিয়ারের সাথে আমাদেরকে সকল অপশক্তির মোকাবেলা করবে হবে।

 

বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেছেন, সত্যপন্থীদের বিজয়ের বিষয়ে আল্লাহ তায়ালা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা ঈমানদারদের জন্য প্রশান্তিদায়ক ও আশা-সঞ্চরক।

বৃহস্পতিবার বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা এ কথা বলেন। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও বিশেষজ্ঞ পরিষদের একজন সদস্য। আজকের বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ইরানিদের ঈমান ও তাকওয়াই আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের মোকাবেলায় প্রধান ভূমিকা পালন করছে। সত্যপন্থীদের বিজয়ের বিষয়ে আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নের শর্ত হচ্ছে সমাজের মানুষকে ঈমানদার হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আলেম, রাষ্ট্রীয় কর্মকর্তা এবং শিক্ষা ও প্রচারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকে তাদের দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে বাস্তব জীবনে তাকওয়ার প্রভাব থাকতে হবে। বিলাসিতা ত্যাগ করে কাজ ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

সর্বোচ্চ নেতা আরও বলেন, সত্য ও মিথ্যার দ্বন্দ্ব অনিবার্য। আর এ ক্ষেত্রে মিথ্যার ওপর সত্যের বিজয়ের বিষয়ে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। এ প্রতিশ্রুতির বাস্তবায়ন হবেই। এ প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চাইলে ঈমানদারদেরকে অবশ্যই সত্যবাদী, ধৈর্যশীল, দূর-দৃষ্টিসম্পন্ন, অধ্যবসায়ী ও দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে।

ইরানি জনগণের নানা সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, "আমি এসব বিষয়ে অবহিত। তবে আমি বিশ্বাস করি দেশে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান করা যাবে না।"

iqna

 

captcha