IQNA

‘ইসলাম এখন জার্মানির অপরিহার্য অংশ’

18:22 - March 21, 2018
সংবাদ: 2605316
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়ালার স্টেইনমার বলেছেন, তিনি বিশ্বাস করেন জার্মানিতে ইসলামের একটি অপরিহার্য অংশ রয়েছে।

 
বার্তা সংস্থা ইকনা: জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সিহফার গত সপ্তাহে ইসলাম বিদ্বেষী মন্তব্য করার পর দেশটির প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন।

সিহফার বলেন, ইসলাম জার্মানের সঙ্গে যায় না।

একই সঙ্গে তিনি কঠোর অভিবাসন নীতি অনুসরণের ঘোষণা দেন ব্যাভারিয়ান খ্রিশ্চিয়ান স্যোসাল ইউনিয়নের এই নেতা।

মঙ্গলবার জার্মান প্রেসিডেন্ট রাজনীতিবিদদের আহ্বান জানিয়ে বলেছেন, ‘সংঘাত উস্কে না দিয়ে বিভিন্ন জাতি গোষ্ঠির সহাবস্থান নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করুন।

তিনি আরো বলেন, আমাদের উচিৎ জার্মানির সাবেক প্রেসিডেন্ট খ্রিশ্চিয়ান উলফ-এর বক্তব্য গ্রহণ করা। তিনি বলেছিলেন, ইসলাম এখন জার্মানির অংশ।

এর আগে গত শুক্রবার জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল বলেন, জার্মানিতে বর্তমানে ৪ মিলিয়ন মুসলিম বসবাস করে। এখানে তারা তাদের ধর্মচর্চা করে। তারা জার্মানিকে লালন করেন তাদের ধর্মাচারের অংশ হিসেবেই।

অবশ্য তীব্র সমালোচনার মুখে সিহফার তার বক্তব্য থেকে সরে এসে বলেছেন, আমার উদ্দেশ্য ছিলো মুসলিমরা আমাদের সঙ্গে অবশ্যই বসবাস করবে। তবে আমাদের থেকে ভিন্ন হয়ে নয় এবং আমাদের বিরুদ্ধেও নয়। পলিটিকো

captcha