IQNA

ইরানের পবিত্র নগরী কোমে হযরত মাসুমার (সা. আ.) মাযারের মিউজিয়াম

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রাচীন যাদুঘরের মধ্যে পবিত্র নগরী কোমের হযরত মাসুমার (সা. আ.) মাযারের মিউজিয়ামটি অন্যতম। এই মিউজিয়ামটি ১৯৩৫ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছে। এই মিউজিয়ামটি ইমাম রেজা (আ.)এর বোন হযরত ফাতিমা মাসুমার পবিত্র মাজারের প্রধান গেটের পাশে অবস্থিত। এই মিউজিয়ামে দ্বিতীয় শতাব্দীর অন্তর্গত হস্তলিখিত একখণ্ড পবিত্র কুরআনের পাণ্ডুলিপি রয়েছে। উক্ত পাণ্ডুলিপিটি ১৯৮ হিজরিতে লেখা হয়েছে। এছাড়াও কুফি, ছালাছ, নাসখ, মুহাক্বেক এবং রেইহান বর্ণমালার বিভিন্ন পাণ্ডুলিপি রয়েছে।
captcha