IQNA

ঐক্য শক্তিশালী করার মাধ্যমে শত্রুর ষড়যন্ত্র নস্যাত করতে হবে

19:02 - June 15, 2018
সংবাদ: 2605988
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী করার মাধ্যমে শত্রুর ষড়যন্ত্র নস্যাত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ (শুক্রবার) তেহরানের প্রধান ঈদের জামায়াতের খুতবায় এ আহ্বান জানান।

 

বার্তা সংস্থা ইকনা: তিনি পবিত্র রমজান মাসে অর্জিত তাকওয়া বা খোদাভীতি সারাবছর ধরে রাখার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে পবিত্র কুরআনের সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে সে সম্পর্কের গভীরতা যেন কমে না যায় সেজন্য সবার প্রতি আহ্বান জানান।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বর্তমান সময়কে ইরানের জন্য অত্যন্ত স্পর্শকাতর হিসেবে আখ্যায়িত করে বলেন, শত্রুরা ইরানি জনগণকে চাপে রাখার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। তারা নিষেধাজ্ঞা আরোপসহ অন্যান্য হাতিয়ার ব্যবহার করে ইরানি জনগণের প্রাণ ওষ্ঠাগত করতে চায়। কিন্তু অতীতের মতো নিজেদের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য ও সংহতি বজায় রেখে শত্রুদের এসব ষড়যন্ত্র নস্যাত করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের সর্বোচ্চ নেতা বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের মধ্যকার ছোটখাট মতভেদ পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, এখন শত্রুতা করার সময় নয়। শত্রুতা করার যথেষ্ট সময় পাওয়া যাবে। জাতির শত্রুরা যখন ইরানের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে তখন আমাদের উচিত ছোটখাট মতপার্থক্য ভুলে নিজেদের ঐক্য শক্তিশালী করা।

ইরানের সর্বোচ্চ নেতা নিজেদের জীবনে ইসলামের শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ তায়ালা অপচয় না করার যে আহ্বান তার বান্দাদের প্রতি জানিয়েছেন তা কঠিনভাবে পালন করতে হবে। বিলাসী পণ্য ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি অপ্রয়োজনীয় বিনোদনমুলক বিদেশ সফর পরিহার করতে হবে।

iqna

captcha