IQNA

হাজিদের সুরক্ষায় সৌদি আরবে অফিস খুলবে ইরান

23:44 - June 18, 2018
সংবাদ: 2606008
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের হজযাত্রীদের সুরক্ষা দেয়ার জন্য সৌদি আরবে একটি অফিস খুলবে তেহরান। এ বিষয়ে এরইমধ্যে সৌদি আরবের সঙ্গে প্রথমিক একটি চুক্তি হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: ইরানের রাষ্ট্রীয় হজ সংস্থার প্রধান হামিদ মোহাম্মাদি আজ (সোমবার) একথা জানান। নতুন অফিস থেকে ইরানি হজযাত্রীদের সম্ভাব্য সব সমস্যা সাধানের চেষ্টা করা হবে।

ইরান ও সৌদি আরবের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে প্রতিবছর হাজার হাজার ইরানি নাগরিক হজ পালনের জন্য পবিত্র মক্কা ও মদিনায় যান। চলতি বছর ৮৫ হাজার ২০০ ইরানি নাগরিক হজে যাবেন। হজযাত্রীদের সেবার জন্য আরো তিন হাজার কর্মকর্তা, ডাক্তার, সেবাদানকারী, পরিবহন ও আবাসিক কর্মী যাবেন।

হামিদ মোহাম্মাদি জানান, যেসব মানুষ হজে যাবেন তাদের মধ্যে শতকরা ৭৫ ভাগের বয়স ৫০ বছরের বেশি। এ কারণে তাদের সঙ্গে থাকবেন ৩০০ ডাক্তার। আগামী ১৮ জুলাই ইরান থেকে সৌদি আরবে হজ ফ্লাইট শুরু হবে। পার্সটুডে

captcha