IQNA

বিশ্বে বাস্তুচ্যুত ৬ কোটি ৮৫ লাখ, জাতিসংঘের উদ্বেগ

23:58 - June 19, 2018
সংবাদ: 2606020
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে আশঙ্কাজনকভাবে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

 ফিলিপাইনে আহলে বাইয়েত (আ.) এবং কুরআনের খাদেমকে সম্মাননা প্রদর্শন
বার্তা সংস্থা ইকনা: যুদ্ধ, অন্যান্য সহিংসতা এবং নির্যাতনের কারণে বিশ্বব্যাপী বাস্তুচ্যুত হতে বাধ্য হওয়া মানুষের সংখ্যা ২০১৭ সালে নতুন করে বেড়ে ৬ কোটি ৮৫ লাখে দাঁড়িয়েছে। যা এর আগের বছরের তুলনায় ২৯ লাখ বেশি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) মঙ্গলবার এ তথ্য দিয়েছে। ২০১৭ সালে টানা পঞ্চমবারের মতো বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েছে বলে বিশ্ব শরণার্থী দিবসের প্রাক্কালে এক প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের শেষ দিকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা তার আগের বছরের তুলনায় প্রায় ৩০ লাখ বেড়ে যায়। যা এক দশক আগে বাস্তুচ্যুত হওয়া ৪ কোটি ২৭ লাখ মানুষের চেয়ে ৫০ শতাংশ বেশি।

বাস্তুচ্যুত মানুষের বর্তমান এ পরিসংখ্যান গোটা থাইল্যান্ডের জনসংখ্যার সমান।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি বলেন, আমরা এক সন্ধিক্ষণে আছি, যেখানে বিশ্বব্যাপী বাস্তুচ্যুত হতে বাধ্য হওয়া মানুষদের সফল ব্যবস্থাপনার জন্য দরকার নতুন এবং আরো ব্যাপক ভিত্তিক পদক্ষেপ যাতে দেশ এবং জনসমষ্টিকে এ সমস্যা একা সামাল দিতে না হয়।

বাস্তুচ্যুত এই মানুষদের প্রায় ৭০ শতাংশই ১০ টি দেশ থেকে এসেছে বলে জেনেভায় সাংবাদিকদের জানিয়েছেন তিনি। আরটিএনএন

captcha