IQNA

ইমাম মাহদীর (আ.) প্রতি অনুসারীদের কিছু দায়িত্ব

23:59 - June 19, 2018
সংবাদ: 2606022
নি:সন্দেহে আমরা যারা ইমাম মাহদীর (আ.) প্রতি বিশ্বাসপোষণ করি এবং যারা তার প্রতি বিশ্বাসপোষণ করে না; তাদের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। অন্যদের তুলনায় ইমাম মাহদীর (আ.) ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব রয়েছে; যা সম্পাদন করা আমাদের ঈমান ও আকিদার পরিচয় বহন করে।

ফিলিপাইনে আহলে বাইয়েত (আ.) এবং কুরআনের খাদেমকে সম্মাননা প্রদর্শন
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রাহিম কারগার বলেছেন যে, আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে অত্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন- এ পৃথিবীর ভবিষ্যৎ কেবলমাত্র সৎ ও ন্যায়বান ব্যক্তিদের উপর ন্যস্ত। অর্থাৎ ভবিষ্যতে এ পৃথিবীর নেতৃত্ব ও কর্তৃত্ব থাকবে আল্লাহর অনুগত বান্দাদের হাতে। আল্লাহর নির্দেশে যখন ইমাম মাহদী (আ.) আবির্ভূত হবেন এবং এ পৃথিবীতে ন্যায় ও ইনসাফের শাসন কায়েম করবেন, তখন আল্লাহর অনুগত বান্দারাই তার একনিষ্ঠ সাথী ও সহযোগী হবে।

তিনি আরও বলেন যে, ইমাম মাহদীর (আ.) প্রতি আমরা যারা বিশ্বাসপোষণ করি এবং যারা তার প্রতি বিশ্বাসপোষণ করে না; তাদের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। অন্যদের তুলনায় ইমাম মাহদীর (আ.) ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব রয়েছে; যা সম্পাদন করা আমাদের ঈমান ও আকিদার পরিচয় বহন করে। এখানে আমরা সে সব দায়িত্বাবলীর কিছু দিকের প্রতি ইশারা করছি-

১- প্রতিদিন প্রত্যুষে ইমাম মাহদীকে (আ.) উদ্দেশ্য করে সালাম নিবেদন করা

২- ইমাম মাহদীর (আ.) সুস্থতা কামনা করে সদকা দান করা

৩- প্রতিদিন ফজরের নামাযের পর দোয়া-এ-আহাদ পাঠ করা

৪- আমাদের দৈনন্দিন আমল ও কাজকর্মে ইমাম মাহদীকে (আ.) উসিলা করে আল্লাহর নিকট সাহায্য কামনা করা।

captcha