IQNA

ভাল কাজের চেয়ে ভাল কাজ যে করে সে বেশী ভাল

18:44 - September 21, 2018
সংবাদ: 2606767
মানুষ যে কাজই করুক তাকে প্রথমে ঐ কাজের জন্য গড়ে তুলতে হবে। ভাল কাজ ও মন্দ কাজ দেখে ঐ কাজের কর্তার অবস্থা আরও ভালভাবে বোঝা যায়।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমিরুর মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, «فَاعِلُ الْخَیْرِ خَیْرٌ مِنْهُ، وَفَاعِلُ الشَّرِّ شَرٌّ مِنْهُ؛ সতকর্মশীল ব্যক্তি তার সত কাজের চেয়েও বেশী ভাল। আর খারাপ কাজ করা ব্যক্তি তার খারাপ কাজের থেকে বেশী খারাপ।

যে ব্যক্তির চিন্তা চেতনা ও আকিদা বিশ্বাস ভাল সে ব্যক্তি সর্বদা ভাল কাজ করে আর যে ব্যক্তির চিন্তা ভাবনা এবং আকিদা খারাপ তার কাজও খারাপ হয়।

মানুষের চিন্তা চেতনার সাথে তার কাজের মিল থাকে এবং সে যা ভাবে তাই করে। সুতরাং যার চিন্তা ভাল সে সর্বদা ভাল কাজ করে আর যার চিন্তা খারাপ সে সর্বদা খারাপ কাজে লিপ্ত হয়।

ট্যাগ্সসমূহ: হযরত ، মানুষ ، ইকনা ، ব্যক্তি ، আকিদা ، আলী
captcha