IQNA

মহানবী(সা.) ও আহলে বাইতের পদ্ধতিতে দ্বীনদারি

20:58 - December 16, 2018
সংবাদ: 2607559
ইমাম বাকির(আ.)-এর কাছে মহানবী হযরত মুহাম্মাদ(সা.) ও পবিত্র আহলে বাইতের দ্বীনদারির পন্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস, মহানবীর নবুয়তের প্রতি বিশ্বাস এবং ইমামগণের ইমামত ও বেলায়াতের প্রতি বিশ্বাস ও তাদের নির্দেশ অনুযায়ী জীবন-যাপন করা।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহানবী হযরত মুহাম্মাদ(সা.) এবং ইমামগণের জীবন পদ্ধতি হচ্ছে তারা সবাই এক আল্লাহর প্রতি ঈমান রাখেন, তারা সবাই মহানবীর নবুয়ত ও রেসালতকে মান্য করে চলেন এবং ইমামত ও বেলায়াতের প্রতি ঈমান রাখেন।

অনুরূপভাবে ইমাম মাহদীর প্রতি বিশ্বাস ও তার জন্য প্রতীক্ষা করা এবং ওয়াজিব পালন করা এবং হারাম পরিত্যাগ করা।

ইমাম বাকির(আ.) আরও বলেছেন: এক আল্লাহর প্রতি বিশ্বাস, মহানবীর নবুয়্যতকে মান্য করা আমাদের বেলায়াত ও ইমামতকে গ্রহণ করা আর আমাদের শত্রুদের সাথে শত্রুতা ও বন্ধুদের সাতে বন্ধুত্ব করা।

অনুরূপভাবে ইমাম মাহদীর ন্যায়পরায়ণ রাষ্ট্রের প্রতীক্ষায় থাকা যা মহান আল্লাহর ইচ্ছায় অবশ্যই সংগঠিত হবে।

captcha