IQNA

মিশরে ৪৪০০ বছরের প্রাচীন কবর আবিষ্কার

19:04 - December 17, 2018
সংবাদ: 2607566
আন্তর্জাতিক ডেস্ক: মিশরীয় পুরাকীর্তি মন্ত্রী বলেছেন: মিশরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে ৪৪০০ বছরের প্রাচীন কবরের সন্ধান পাওয়া গিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের উপস্থিতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মিশরীয় পুরাকীর্তি মন্ত্রী খালেদ আল-আনানী বলেন: একটি প্রত্নতাত্ত্বিক দল ৪৪০০ বছরের প্রাচীন একটি ঐতিহাসিক কবর আবিষ্কার করতে সফল হয়েছে।
তিনি বলেন: সম্ভবত এই করবটি ফেরাউন সম্রাজ্যের পঞ্চম পরিবারের রয়েল প্রাসাদের একজন পর্যবেক্ষক এবং পুরোহিত "ওয়াহ টি"র।
এ ব্যাপারে মিশরের পুরাতত্ত্ব সুপ্রিম কাউন্সিলের মহাসচিব মোস্তফা ওয়াজিরি বলেন: এই সমাধিটির উচ্চতা ১০ মিটার এবং প্রস্থ ৩ মিটার। অক্ষতভাবে উদ্ধার করার জন্য এখনও এটার খনন কাজ অব্যাহত রয়েছে।
মিশরে মাঝেমধ্যে তাদের পূর্বসূরিদের সংক্রান্ত শিল্পকর্ম আবিষ্কার করছে। সেদেশের পিরামিড বিশ্বের সাত আশ্চর্যময় জিনিশের একটি।
iqna

 

captcha