IQNA

সুইডেন বৈঠকে সমঝোতা সত্বেও ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব

21:59 - December 18, 2018
সংবাদ: 2607576
সুইডেনে ইয়েমেনের বিবদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে সমঝোতা হওয়ার পরও সৌদি আরব চুক্তি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: জাতিসংঘের তত্বাবধানে সুইডেনে গত ৬ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ইয়েমেনের বিভিন্ন গ্রুপের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। ইয়েমেন বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মার্টিন গ্রিফিতয্ বলেছেন, হুদাইদা বন্দর এলাকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, সেখানে জাতিসংঘ শান্তি বাহিনী মোতায়েন ও ত্রাণসাহায্য প্রেরণের বিষয়ে সব পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। সমঝোতার পর ২৪ ঘণ্টা পার না হতেই সৌদি আরব হুদাইদা বন্দর এলাকায় অন্তত ২১বার বিমান হামলা চালিয়েছে এবং এখনও হামলা অব্যাহত রেখেছে। ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ১৬ ডিসেম্বর হুদাইদা বন্দরে ১২ দফা এবং এর আশেপাশের এলাকায় ২৬ দফা বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।  পার্সটুডে

পর্যবেক্ষকরা বলছেন, ইয়েমেন বিষয়ক আলোচনাকে সৌদি আরব স্বাগত জানালেও তাদের আচরণে বোঝা যায় এটা কেবলই লোক দেখানো এবং তারা ইয়েমেনে শান্তি চায় না। সম্প্রতি সৌদি সরকারবিরোধী সাংবাদিক জামাল খাশোগি হত্যায় রিয়াদের হাত থাকার বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় এবং ইয়েমেনে আগ্রাসন অব্যাহত থাকায় সৌদি আরবের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েছে। এমনকি জার্মানি, ফিনল্যান্ড ও বেলজিয়ামের মতো দেশগুলো সৌদি আরবের কাছে অস্ত্র রফতানি বন্ধ করে দিয়েছে। মার্কিন সিনেটেও একটি প্রস্তাব পাশ করা হয়েছে যাতে সাংবাদিক হত্যার জন্য সৌদি যুবরাজ সালমানকে দায়ী করা হয়েছে।

captcha