IQNA

প্রতিবন্ধী হাজীদের জন্য সৌদি আরবের সেবা

22:59 - December 18, 2018
সংবাদ: 2607580
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব প্রতিবন্ধী হাজীদের জন্য বিভিন্ন ধরণের সুবিধা প্রদান করবে। বিশেষ করে প্রতিবন্ধীদের তত্ত্বাবধায়নের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত গাইড এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পবিত্র কুরআনের ব্রেইল বর্ণমালার পাণ্ডুলিপি সরবরাহ করবে।

বার্তা সংস্থা ইকনা: সৌদি কর্তৃপক্ষ প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরণের সেবার ব্যবস্থা করেছে। এসকল সেবার মধ্যে ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআন ও ধর্মীয় গ্রন্থের পাণ্ডুলিপি, প্রতিবন্ধীদের তত্ত্বাবধায়নের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত গাইড এবং তাদের নামাজ, ইবাদত এবং মসজিদুল হারাম ও মসজিদুন্নবীতে (সা.) যাওয়া-আসার জন্য স্পেশাল গাইডসহ অন্যান্য সুবিধা রয়েছে।
মক্কা ও মদিনায় এই সেবা প্রদান ছাড়াও অন্যান্য স্থানেও এই সেবার ব্যবস্থা রয়েছে। হজ এবং ওমরাহ পালনের ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য ইলেকট্রিক হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে তারা অতি সহজেই হজের অনুষ্ঠান পালন করতে পারে।
এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কুরআনিক কলম এবং বধির মানুষের জন্য উপযুক্ত নির্দেশিকা ব্যবস্থা করেছে।
মসজিদুল হারাম ও মসজিদুন্নবী (সা.) মসজিদের সমন্বয় কর্মকর্তা "আহমাদ আল-বারকাতী বলেন: এই সেবা শুধুমাত্র প্রতিবন্ধীদের সুবিধা প্রদানের জন্য গ্রহণ করা হয়েছে।
iqna

 

captcha