IQNA

ভারতীয় হাজীদের হজ্ব যাত্রা শুরু

6:55 - July 08, 2019
1
সংবাদ: 2608855
রাজনৈতিক ও সামাজিক ডেস্কঃ পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে ভারতের জম্মু ও কাশ্মীর থেকে প্রথম হজ্ব ফ্লাইটটি রওনা হয়েছে গত শনিবার।

ভারত থেকে ইকনা প্রতিবেদকের রিপোর্ট: ৩০৪ কাশ্মীরি হাজীর কাফেলাটি ভারতের জম্মু ও কাশ্মীর প্রদেশের শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওন হয়। এ সময় জম্মু ও কাশ্মীরের গভর্নর সাদিয়া পাল মালিক হাজীদেরকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন।

জম্মু ও কাশ্মীরের প্রথম হজ্ব কাফেলা ১৬০ জন পুরুষ এবং ১৪৪ জন নারী হাজী দু’টি ফ্লাইটে করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। চলতি বছর ১১ হাজার ৭০০ হাজী কাশমীর থেকে হজ্বের উদ্দেশ্যে গমন করবেন।

এদিকে, শ্রীনগর থেকে মদিনার উদ্দেশ্যে কাফেলা রওনা হওয়ার আগে দিল্লি’র ইন্দ্রা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও একটি কাফেলা হজ্বের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় বিমানবন্দরে তাদেরকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ভারতের সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকাভি।#3824969

اعزام کاروان حجاج از جامو و کشمیر هند/ آماده

اعزام کاروان حجاج از جامو و کشمیر هند/ آماده

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
clrgivvh
0
0
20
captcha