IQNA

এরোভা মসজিদে কুরআন ও ইসলামিক বই দান করা হয়েছে

15:08 - November 07, 2019
সংবাদ: 2609586
আন্তর্জাতিক ডেস্ক: ইংরেজিতে অনুদিত পবিত্র কুরআনের ২০ খণ্ড পাণ্ডুলিপি এবং ইসলামি বইসমূহ উগান্ডার এরোভা শহরের কেন্দ্রীয় মসজিদে দান করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আসন্ন ঐক্য সপ্তাহ উপলক্ষে উগান্ডায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল অ্যাটাশে “মুহাম্মাদ রেজা ক্বাযালসাফালী” এরোভা শহরে ভ্রমণ করেছেন এবং সেখানে শরিয়া বিচারক এবং জামে মসজিদের পেশ ইমাম শাইখ আব্দুল্লাহ জুমা ভূনী’র সাথে সাক্ষাৎ করেছেন।

এই সফরে ইরানের কালচারাল অ্যাটাশে ইংরেজিতে অনুদিত পবিত্র কুরআনের ২০ খণ্ড পাণ্ডুলিপি এবং ধর্মীয়, সাংস্কৃতিক, ইরানি অধ্যয়ন এবং ইসলামী বিপ্লব সম্পর্কিত ৬০ খণ্ড গ্রন্থ কেন্দ্রীয় মসজিদের লাইব্রেরীতে দান করেছেন। এই লাইব্রেরীটি শরিয়া বিচারক এবং জামে মসজিদের পেশ ইমামের তত্ত্বাবধায়নে পরিচালিত হয়।

মুহাম্মাদ রেজা ক্বাযালসাফালীর সাথে বৈঠকে শাইখ আব্দুল্লাহ জুমা ভূনী মুসলমানদের ঐক্যকে মহানবী (সা।)এর একটি মহান ঐতিহ্য হিসাবে বিবেচনা করেছেন এবং ইমাম খোমেনীর (রহ.)এর পক্ষ থেকে নির্বাচিত ঐক্যের সপ্তাহের প্রশংসা করেছেন। iqna

captcha