IQNA

ইরাকে “সঙ্কটের ছায়ায় ইমাম সাদিক (আ.)এর শিক্ষাব্যবস্থাপনা” শীর্ষক সেমিনার

18:39 - June 06, 2021
সংবাদ: 2612917
তেহরান (ইকনা): নবী করিম (সা.)এর আহলে বাইত (আ.)এর ষষ্ঠম উজ্জ্বল নক্ষত্র তথা ষষ্ঠ ইমাম হযরত জাফর ইবনে মুহাম্মাদ (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরাকে “সঙ্কটের ছায়ায় ইমাম সাদিক (আ.)এর শিক্ষাব্যবস্থাপনা” শীর্ষক ভার্চুয়াল বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সেমিনারটি ইরাকের পবিত্র নগরী কারবালায় অবস্থিত হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।

হযরত আব্বাস (আ.)এর মাযারের প্রশিক্ষণ গ্রুপ আহলে বাইত (আ.)এর সকল ভক্তদের এই শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

“সঙ্কটের ছায়ায় ইমাম সাদিক (আ.)এর শিক্ষাব্যবস্থাপনা” শীর্ষক ভার্চুয়াল বৈজ্ঞানিক সেমিনারটি আগামীকাল (৭ম জুনে) ২০টায় শুরু হবে।
জুম এপসের মাধ্যমে সেমিনারটি পরিচালনা করবেন মোহাম্মাদ আব্দুল্লাহ আল মুসাভী এবং হযরত আব্বাস (আ.)এর মাযারের শিক্ষা বিভাগের প্রধান আহমেদ সুবাইহ আল-কায়বির তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হবে। আগ্রহী ব্যক্তিমণ্ডলি https://us02web.zoom.us/j/3740873005 লিঙ্কের মাধ্যমে আগামীকাল স্থানীয় সময় ২০টায় সরাসরি এই সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন।

এই সেমিনারে বর্তমান সমাজে বিভিন্ন সমস্যার প্রেক্ষিতে ইমাম জাফর সাদিক (আ.)এর শিক্ষাব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করা হবে।

এছাড়াও এই সেমিনারে অংশগ্রহণ করা বিভিন্ন অতিথিবৃন্দ ইমাম জাফর সাদিক (আ.)এর শিক্ষাব্যবস্থা এবং নৈতিক নীতিমালা সম্পর্কিত বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করবেন। iqna

captcha