IQNA

ফিলিস্তিনি কারাগার, যুদ্ধ ও স্বাধীনতা বোর্ড ঘোষণা করেছে:

নাকসা ট্র্যাজেডির পর থেকে এপর্যন্ত দশ লাখ ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে বন্দি

0:02 - June 07, 2021
সংবাদ: 2612921
তেহরান (ইকনা): ফিলিস্তিনি কারাগার, যুদ্ধ ও স্বাধীনতা কমিটি নাকসা (১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজা উপত্যকার দখল)দিবসের ৫৪ তম বার্ষিকী উপলক্ষে ঘোষণা করেছ: নাকসা ট্র্যাজেডির পর থেকে এ পর্যন্ত দখলদার ইহুদিবাদী সরকার দশ লাখ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছ।

প্যালেস্টাইনের তথ্য কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে ১৭ হাজারের অধিক মহিলা ও মেয়ে এবং ৫০ হাজারের অধিক শিশুকে আটক করা হয়েছে।

এছাড়াও গত ৫৪ বছরে ইহুদিবাদী ইসরাইলী কারাগারে ২২৬ জন ফিলিস্তিনি বন্দী শহীদ হয়েছেন।

‘নাকসা’র ৫৪তম বার্ষিকী পালন করছিল ফিলিস্তিনিরা। নাকসা শব্দের অর্থ ‘দুর্ভাগ্য’। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখল করে নেয় ইসরায়েল। যা নিজেদের দুর্ভাগ্য বলে মনে করে ফিলিস্তিনিরা।

ইহুদিবাদী শাসনের সাথে যুদ্ধে আরবদের পরাজয়ের বার্ষিকীকে বলা হয় "ইওমুন নাকসা”। ১৯৬৭ সালের ৫ম জুন থেক ১০ জুন পর্যন্ত জায়নবাদী সরকারের সাথে আরব দেশসমূহ তথা মিশর, সিরিয়া, জর্ডান এবং ইরাকের যুদ্ধ হয়। প্রতিবছরের ন্যায় এ বছরেও ৬ দিনের এই যুদ্ধের সূচনা দিন অর্থাৎ ৫ম জুন ফিলিস্তিনিবাসী “ইওমুন নাকসা” দিবস পালন করেছে।

৬ দিনের এই যুদ্ধে কমপক্ষে ১৫ থেকে ২৫ হাজার আরব নিহত হয়েছে। এই যুদ্ধে এসকল আরব দেশের পরাজয়ের ফলে তেল আবিব (ইহুদিবাদী ইসরাইল) "জেরুজালেম, গাজা উপত্যকা, পশ্চিম তীর, গোলান হাইটস এবং সিনাই মরুভূমি" দখল করে।
iqna

captcha