IQNA

ইয়েমেনে নিযুক্ত ইরানী রাষ্ট্রদূতের ইন্তেকাল 

20:55 - December 21, 2021
সংবাদ: 3471169
তেহরান (ইকনা): ইয়েমেনে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হাসান ইরলু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

তিনি ইয়েমেনে থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং জটিল পরিস্থিতির মুখে চিকিৎসার জন্য তিনি গত রোববার দেশে ফিরে আসেন।
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (মঙ্গলবার) জানিয়েছেন, করোনাভাইরাসের নানা রকম জটিলতা নিয়ে ইয়েমেনে নিযুক্ত রাষ্ট্রদূত হাসান ইরলু আজ ভোরে ইন্তেকাল করেছেন। খাতিবজাদে বলেন, খুব খারাপ অবস্থায় পৌঁছানোর পর হাসান ইরলুকে ইরানে স্থানান্তর করা হয় এবং এ ব্যাপারে কয়েকটি দেশের বিশেষ করে সৌদি আরবের অসহযোগিতার কথা উল্লেখ করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
১৯৮০ থেকে ’৮৮ সাল পর্যন্ত ইরান এবং ইরাকের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় তাতে হাসান ইরলু অংশ নিয়েছিলেন এবং সাদ্দাম বাহিনীর রাসায়নিক হামলার শিকার হন।
 
কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি ইয়েমেনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখানে করোনোভাইরাসে আক্রান্ত হন। iqna

 

captcha