IQNA

পাশ্চাত্যের স্ববিরোধিতার প্রকাশ

18:04 - July 06, 2022
সংবাদ: 3472096
তেহরান (ইকনা) এই পোস্টারে পাশ্চাত্যের স্ববিরোধিতা ( ঘারবের তানাকুয تناقض غرب ) স্পষ্ট।

শয়তান পূজারী শিক্ষক (শয়তানপরস্ত  মুআল্লেম معلم شیطان پرست )ঐ ভাবে বীভৎস্য ভয়ংকর কীংভূতকিমার সাজ ও চেহারা করে ক্লাসে আসলে এমনকি শিক্ষার্থীরা তাকে দেখে ভয় পেলেও এবং এ কারণে শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা কোর্টে ঐ শিক্ষকের বিরুদ্ধে  এমন ভয়াল বীভ্ৎস্য বিকৃত চেহারা করে আসার জন্য অভিযোগ ও নালিশ করলে কোর্ট (বিচারালয় ) অভিযুক্ত শিক্ষকের পক্ষ নিয়ে বলে যে এতে কিছু আসে যায় না ; কারণ এটা ব্যক্তি স্বাধীনতার বিষয় ; মুআল্লেম ( শিক্ষক) যেমন খুশি  সাজতেই পারে। এটা তার ব্যক্তি গত অভিরুচি ও স্বাধীনতা এবং তা বাধা দেওয়া অবৈধ !

একমাত্র হিজাব ( মুসলিম মহিলাদের ইসলামী শালীন পোশাক ) ব্যতীত । ফ্রান্সে এই হিজাব বা ইসলামী শালীন পোশাক যে মহিলা পরিধান করে তাকে শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস  থেকে বের করে দেওয়া হয় । বেহিজাব , অশালীন অশ্লীল পোশাক পরিচ্ছদ বা আচরণ হলে তা নারী বা ব্যক্তি স্বাধীনতার বিষয় বলে গণ্য হয় এবং তাতে হস্তক্ষেপ ও সীমাবদ্ধতা আরোপ বা তা নিষিদ্ধ করা ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী জঘন্য বিষয়। আর কোন মহিলা যদি স্বেচ্ছায় হিজাব করে শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসে আসে তাহলে তাকে বহিষ্কার বৈধ করা হয়েছে ফ্রান্স সরকারের দৃষ্টিতে । তখন মত প্রকাশের স্বাধীনতা বা স্বাধীন ব্যক্তিগত আচরণ বা ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ বলে তা আর গণ্য হয় না। এটাই হচ্ছে পাশ্চাত্যের দুমুখো কপট নীতি ( মূনাফিকী)। পাশ্চাত্যে (ঘার্ব্ ) শয়তানী ও ধর্ম বিরোধিতা ঠিকই আছে । অথচ সেখানে ধার্মিকতা , শালীনতা  ( ইফফাত ইসলামী শালীন পোশাক অর্থাৎ হিজাব ) ও আখলাক ( নীতি নৈতিকতা ও চরিত্র ) ইত্যাদি অবৈধ । এটাই হচ্ছে ঘার্ব্( পাশ্চা্ত্য )।

বাম পাশে ছবিতে হিজাব পরিহিতা মুসলিম মহিলা মারয়াম ইউজিতু যিনি ফ্রান্সের সোরবোন বিশ্ব বিদ্যালয়ের ছাত্র পরিষদের সভানেত্রী । অথচ হিজাব পালন করার কারণে উক্ত বিশ্ববিদ্যালয়ে তার আগমন ও প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। ইসলামী চিন্তা ও মতাদর্শ ব্যতীত যে কোনো চিন্তা , মতবাদ ও মতাদর্শ ( তা যত বস্তা পচাই হোক না কেন ) ফ্রান্স বা পাশ্চাত্যে ( ঘার্ব্ ) বৈধ ও স্বাধীন।

 

পশ্চিমা বাক স্বাধীনতা হচ্ছে  কেবল পশ্চিমাদের মতোই চিন্তাভাবনা করার স্বাধীনতা আপনার রয়েছে অন্য কোনো ধরণের চিন্তা ভাবনা আপনার জন্য বৈধ নয়।ধর্ম বিরোধী বিশেষ করে ইসলাম বিরোধী চিন্তাই কেবল বৈধ ফ্রান্সে ও পাশ্চাত্যে। তাই ধর্ম ও ইসলাম বিরোধী চেহারা সমেত পাশ্চাত্য নিপাত যাক পাশ্চাত্যের মুণ্ডুপাত হোক!

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha