IQNA

শরণার্থী শিবিরে দায়েশ সন্ত্রাসীদের হামলা: বহু হতাহত

22:35 - May 16, 2017
সংবাদ: 2603100
আন্তর্জাতিক ডেস্ক: জর্দান সীমান্তে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো বহু মানুষ।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: দায়েশ সন্ত্রাসীরা গতকাল (সোমবার) শেষ বেলায় রুকবান শিবিরে দুটি গাড়ি বোমা হামলা চালায়। প্রথম বিস্ফোরণ ঘটানো হয়েছে একটি রেস্তোরাঁর কাছে; অন্যটি ঘটেছে শিবিরের মার্কেটে। বলা হচ্ছে- শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণে রয়েছে কথিত জইশ আহরার আল-আশাইর।

মার্কিন-ভিত্তিক গোয়েন্দা প্রতিষ্ঠান এসআইটিই জানিয়েছে, উগ্র সন্ত্রাসী দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে। সিরিয়া সরকার ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য সেনা পাঠাচ্ছে বলে খবর বেরিয়েছে।

২০১১ সালে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীরা জঙ্গী তৎপরতা শুরু করে। ২০১৪ সালের জুন মাসের দিকে দায়েশ সন্ত্রাসীরা সিরিয়ায় আত্মপ্রকাশ করে এবং বহু এলাকা দখল করে নেয়।
captcha