IQNA

এবার সাইকেল আরোহীদের হাতে রোহিঙ্গা মুসলমান নিহত

22:52 - July 06, 2017
সংবাদ: 2603378
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন প্রদেশের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার চরমপন্থি বৌদ্ধদের একদল সন্ত্রাসী সাইকেলে চড়ে এক রোহিঙ্গা মুসলিম উপর হামলা করে তাকে হত্যা করে।

বার্তা সংস্থা ইকনা: এক সরকারী কর্মকর্তা বলেছেন: মনির আহমেদর (৫৫) নামের এক রোহিঙ্গা মুসলমান এক নিরস্ত্র পুলিশের সাথে রাস্তায় কথা বলেছিল। তাদের কথা বলার সময় একদল বৌদ্ধ সাইকেল আরোহণ করে মনির আহমেদের ওপর হামলা চালায়। চরমপন্থি বৌদ্ধদের হামলায় মনির আহমেদ নিহত হয়।
মিয়ানমারের হাউজিং মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল "মেয়ো তুসো" বলেন: মুনির আহমেদের সাথে যেই পুলিশ অফিসার কথা বলছিল তার নিকট হতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের সময় তিনি জানিয়েছেন, আমি তাকে জীবিত উদ্ধার করতে ব্যর্থ হয়েছি। আমি শুধুমাত্র থানায় এসে এই বিষয়টি সম্পর্কে রিপোর্ট করতে সক্ষম হয়েছি।
এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েনি, তকে এ ব্যাপারে পুলিশ তাদের তদন্তকে অব্যাহত রেখেছে।
২০‌‌১২ সাল থেকে চরমপন্থি বৌদ্ধ সন্ত্রাসীরা মিয়ানমারে রাখাইন প্রদেশের নিরীহ রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে আসছে।
সাম্প্রতিক বছরগুলোয় বৌদ্ধরা অন্যায়ভাবে ইসলাম ধর্মের কর্মকাণ্ডকে নিন্দা জানিয়ে মসজিদসমূহ ভাংচুর করেছে।
এছাড়াও চরমপন্থি বৌদ্ধদের হামলায় হাজার হাজার রোহিঙ্গা মুসলমান নিহত এবং অনেকেই বস্তুচ্যুত হয়েছে।
iqna

 


captcha