IQNA

পশ্চিমা দেশগুলোর মুখে মানবাধিকারের কথা মানায় না

21:03 - July 07, 2017
সংবাদ: 2603383
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা দেশগুলোর মানবাধিকার রক্ষার দাবিকে চরম মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করে তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলো সৌদি আরব ও বাহরাইন সরকারের অপরাধযজ্ঞের ব্যাপারে নীরব রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম ও ইসলামি গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আজ শুক্রবার তেহরানের জুমার নামাজের খুতবায় বাহরাইন ও সৌদি আরবের প্রতি আমেরিকার সর্বাত্মক সমর্থনের কথা উল্লেখ করে বলেন, আলে সৌদ ও আলে খলিফা সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত নিয়ে সৌদি আরব, ইয়েমেন ও বাহরাইনের জনগণের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নীরবতার কারণে  বাহরাইন, ইয়েমেন ও সৌদি আরবের পূর্বাঞ্চলের জনগণের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে।  

জুমার নামাজের খুতবায় আজারবাইজান পরিস্থিতির প্রতিও ইঙ্গিত করেন হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি। তিনি বলেন, আজারবাইজান সরকার দেশটির জনগণকে পবিত্র কুরআন শিক্ষা ও শোকানুষ্ঠান পালন করতে দিচ্ছে না।  তিনি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি সম্পর্কেও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
iqna
captcha