IQNA

মুহাররাম মাসেও আলে খলিফা আহলে বাইতের ভক্তদের উপর নির্যাতন চালাচ্ছে

18:45 - September 25, 2017
সংবাদ: 2603919
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের কর্তৃপক্ষ প্রতি বছর মুহাররাম মাসে আহলে বাইতের বক্তাদেরকে ও নওহা মাতমকারীদেরকে গ্রেফতার করে এবং বিভিন্ন এলাকার আজাদারির নিশানা গুড়িয়ে দেয়।
মুহাররাম মাসেও আলে খলিফা আহলে বাইতের ভক্তদের উপর নির্যাতন চালাচ্ছে
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সারা বিশ্বের আহলে বাইতের অনুসারীরা মুহাররাম মাসে শহীদদের নেতার জন্য আজাদারি পালন করে থাকেন। তবে তাদেরকে বিভিন্ন দেশে নির্যাতনের শিকারও হতে হয়। যেমন বাহরাইন, পাকিস্তান, সৌদি আরব ইত্যাদি।

বাহরাইনের শিয়া মুসলমানরাও বিশ্বের অন্যসব শিয়া মুসলমানদের মত যুগ যুগ ধরে মুহাররাম মাসে ইমাম হুসাইনের জন্য আজাদারি পালন করে আসছেন।

কিন্তু এরপরও বেশ কয়ে বছর ধরে স্বৈরাচারী আলে খলিফার সরকার শিয়া মুসলমানদের উপর নির্যাতন বৃদ্ধি করেছে এবং তাদেরকে নিরাপদে ও ভালভাবে আজাদারি পালন করতে দেয় না।

বিভিন্ন মানবাধিকার সংস্থাও জানিয়েছে যে, বাহরাইনের শিয়াদের ধর্মীয় অধিকারকে হরণ করা হচ্ছে এবং আলে খলিফার সরকার তাদেরকে স্বাধীনভাবে আজাদারি পালন করতে দেয় না।

বাহরাইনের সরকার শিয়াদেরকে আজাদারির মিছিল বের করতে দেয় না, পথে তাদেরকে বাধা দেয় অনেক সময় পথ ঘুরিয়ে দেয় এবং এমনকি তাদেরকে জুম্মার নামাজও আদায় করতে দেয় না।

আলে খলিফার সরকার এমনকি বন্দিদেরকেও আজাদারি করতে দেয় না এবং তারা যদি জেলখানায় আজাদারি করার উদ্যোগ নেয় তাদেরকে কঠোরভাবে দমন করা হয়।
iqna
captcha