IQNA

রোহিঙ্গা মুসলমানদের জন্য "ভালোবাসার রংধনু" স্কুল + ছবি

20:21 - October 31, 2017
সংবাদ: 2604212
আন্তর্জাতিক ডেস্ক: কিছু রোহিঙ্গা মুসলমান নিজের দেশে নিপীড়ন ও হত্যা হওয়ার ভায়ে প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় পালিয়ে সেখানে নতুন থাকার স্থান খুঁজে পেয়েছে। সেখানে কিছু বেসরকারি প্রতিষ্ঠান রোহিঙ্গাদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছে।
রোহিঙ্গা মুসলমানদের জন্য
বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ায় প্রায় দেড় লাখ রোহিঙ্গা মুসলমান আশ্রয় নিয়েছে। এদের মধ্যে অধিকাংশই মিয়ানমারে চলমান সহিংসতার শুরু হওয়ার পূর্বে এবং তিন বছর পূর্বে মালয়েশিয়ায় গিয়েছে।
মালয়েশিয়ায় রোহিঙ্গা অভিবাসীদের আরবি শিক্ষক মুহাম্মদ বুরহানউদ্দিন বলেন: রোহিঙ্গা অভিবাসীরা মিয়ানমারের দক্ষিণে থাইল্যান্ড অতিক্রম করার পর মালয়েশিয়ায় প্রবেশ করেছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছে যে তারা আজ মিয়ানমারের উত্তরে বাংলাদেশে শরণার্থী শিবির ত্যাগ করতে পারছে না।
মালয়েশিয়ায় রোহিঙ্গা মুসলমানদের জন্য "ভালোবাসার রংধনু" স্কুলের শিক্ষক বুরহানউদ্দিন। এই স্কুলটি সেলানগুর ত্রাণ সংস্থার অন্তর্গত। মালয়েশিয়ায় রোহিঙ্গাদের মুসলমানদের স্পন্সর হিসেবে প্রসিদ্ধ এই সংস্থাটি।
এই সংস্থাটি ১০১৩ সালে শরণার্থীদের মৌলিক সুবিধা বিশেষ করে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে।
"ভালোবাসার রংধনু" স্কুলে ৫ থেকে ১৩ বছরের রোহিঙ্গা শিশুদের পবিত্র কুরআন সহ অন্যান্য শিক্ষা দেয়া হয়।
মিয়ানমারে মোট সাড়ে ৬ কোটি জনগণের মধ্যে ৬০ লাখ মুসলিম অধিবাসী রয়েছে।
জাতিসংঘ সংখ্যালঘু রোহিঙ্গাদেরকে বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু বলে অভিহিত করেছে। তারা সকল প্রকার মানবাধিকার থেকে বঞ্চিত রয়েছে।
মিয়ানমারে ২৫ আগস্ট থেকে নতুন করে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা শুরু হয়। রাখাইন প্রদেশের অনেক রোহিঙ্গা মুসলমানকে পাশবিক ভাবে হত্যা করেছে। তাদের ঘর-বাড়ী আগুন পুড়িয়ে দিয়েছে। নিজেদের জীবন রক্ষার জন্য এপর্যন্ত ছয় লাখের অধিক রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং তারা বাংলাদেশের শরণার্থী শিবিরে করুন পরিস্থিতিতে জীবন যাপন করছে।
iqna



captcha