IQNA

ছাদ বিহীন মসজিদকে স্বাগত জানাল পর্যটকগণ

18:56 - July 03, 2018
সংবাদ: 2606121
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের উত্তরপূর্বাঞ্চলের "কাদারঘ" এলাকায় ঐতিহাসিক একটি ছাদ বিহীন মসজিদ রয়েছে। ছাদ বিহীন এই মসজিদে শতাধিক বছর ধরে মুসল্লিরা নামাজ আদায় করছেন।


বার্তা সংস্থা ইকনা: শুধুমাত্র চারপাশে পাচিল দিয়ে মসজিদের স্থান নির্ধারণ করা হয়েছে। মসজিদের কোন ছাদ নেই এবং এর মেঝে ঘাস দ্বারা সুসজ্জিত করা হয়েছে। মসজিদটি দেখার জন্য প্রতি বছর পর্যটকগণ কাদারঘ অঞ্চলে ভ্রমণ করেন।
মসজিদের পাশেই একটি সমুদ্র রয়েছে। তুরস্কের গোমশখানা এবং ট্র্যাবেজুন রাজ্যের সীমান্তে এবং সমুদ্রের ৮০০ মিটার উঁচুতে মসজিদটির অবস্থান।
গ্রীষ্মকালে গেইসুন, গোমশখানা এবং ট্র্যাবেজুন রাজ্যের মুসলমানেরা কাদারঘ এলাকায় উপস্থিত হয়ে এই মসজিদে জুমার নামাজ আদায় করেন। ঐতিহাসিক এই মসজিদটি প্রায় ৫৫৭ বছর পূর্বে নির্মাণ করা হয়েছে।
এই মসজিদের পেশ ইমাম আকিফ ইয়াযজী বলেছেন: প্রতি বছর গ্রীষ্মকালে এই অঞ্চলের দারুল ইফতা ছাদ বিহীন মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য পেশ ইমাম নির্ধারণ করে।
তিনি বলেন: ইতিহাসে বর্ণিত রয়েছে মুহম্মাদ ফাতহ বাদশাহ যখন ট্র্যাবেজুন বিজয় করেন, তখন তিনি তার সৈন্যদের নিয়ে এখানে জুমার নামাজ আদায় করেছেন।
আকিফ ইয়াযজী বলেন: জুমার নামাজের পর পাথর দিয়ে মসজিদের সীমানা নির্ধারণ করতে মুহম্মাদ ফাতহ বাদশাহ তার সৈন্যদের নির্দেশ দেন এবং তখন থেকে এই মসজিদে জুমার নামাজ আদায় করা হচ্ছে।
iqna

captcha