IQNA

পাকিস্তানে তালেবানের আধ্যাত্মিক পিতা নিহত

23:48 - November 03, 2018
সংবাদ: 2607103
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তালেবানের আধ্যাত্মিক পিতা এবং সামি শাখার জমিয়াতে উলেমা-এ ইসলামের ধর্মীয় নেতা মাওলানা সামি উল-হককে নিজের বাড়িতে হত্যা করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের চরমপন্থি আন্দোলনের নেতাদের গুরু হওয়ায় তাকে ‘তালেবানের আধ্যাত্মিক পিতা’ বলা হয়। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে।
পাকিস্তানের জমিয়াতে উলেমা-এ ইসলামের আমিরের উপদেষ্টা এ ব্যাপারে বলেছে: মাওলানা সামি উল-হককে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তি গুলি করে হত্যা করেছে।
সামি উল-হক ১৯৭৩ সালে জন্ম গ্রহণ করেছে। পাকিস্তানের হাক্কানিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সামি উল-হক আফগানিস্তানে তালিবান বিদ্রোহকে স্পষ্টভাবে সমর্থন করত।
তালিবান আন্দোলনের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মাদ ওমরের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে তাকে তালেবানের আধ্যাত্মিক পিতা বলা হত। সামি উল-হক পাকিস্তান পার্লামেন্টের সেনেটের সদস্য ছিলেন। প্রথম দফায় ১৯৮৫ থেকে ১৯৯১ সাল এবং পরে ১৯৯১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি পাকিস্তান পার্লামেন্টের সিনেটর ছিলেন।
২০১৩ সালে সংবাদ সংস্থা রয়টার্সের সাথে এক সাক্ষাতকারে বলেছে: যদি আফগানিস্তানকে এক বছরের জন্য তালেবানের হাতে হস্তান্তর করা হত, তাহলে তারা আফগানিস্তানের সকল নাগরিককে আনন্দে রাখত।
উল্লেখ্য, সামির ছাত্রদের একজন ছিলেন তালেবান নেতা মোল্লা ওমর। সোভিয়েত সেনাদের বিরুদ্ধে লড়াই করতে আশির দশকে তার সহপাঠীদের নিয়ে আফগানিস্তান যান তিনি।
পরে এই মোল্লা ওমরই তালেবান প্রতিষ্ঠা করেন। আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়ন চলে যাওয়ার পর গৃহযুদ্ধ এবং চরম বিশৃঙ্খলার মধ্যে ১৯৯৬ সালে তালেবান ক্ষমতা দখল করে নেয়।
৮৩ বছর বয়সী সুপরিচিত এই ধর্মীয় নেতা দেশটির উত্তরপূর্বাঞ্চলে একটি মাদ্রাসা চালান। খাইবার পাখতুনখাওয়া আকোরা খাত্তাকে সামির ওই মাদ্রাসার নাম দারুল উলুম হাক্কানি। তবে তালেবান আন্দোলনের সঙ্গে সম্পর্ক সত্ত্বেও সামির মাদ্রাসা পাকিস্তানের আঞ্চলিক সরকারগুলোর কাছ থেকে অর্থ বরাদ্দ পেত।
প্রতিবেদন অনুযায়ী, এক মাদ্রাসা থেকে তালেবানের অনেক নেতাকে গঠন করা হয়েছে। তালেবানের মধ্যে সামি উল-হকের অনুপ্রবেশ ছিল। এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী সামি উল-হকের হত্যার দায় স্বীকার করেনি।
iqna

 

captcha