IQNA

শত্রুর ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে: তেহরানের জুমার খতিব

22:38 - January 25, 2019
সংবাদ: 2607787
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইরানের শত্রু বর্তমানে সমস্ত শক্তি দিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে; কাজেই এদেশের সরকার ও জনগণকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

বার্তা সংস্থা ইকনা: যেসব কথিত সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে শত্রু ইরানি জনগণের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার চেষ্টা করছে সেসব মাধ্যমকে প্রতিহত করতে হবে।

তিনি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় ইরানের অভ্যন্তরীণ সক্ষমতার কথা উল্লেখ করে আরো বলেন, সরকার সঠিক পরিকল্পনা প্রণয়ন করলে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও জনগণের জীবনমান আগের চেয়ে উন্নত হবে।

হুজ্জাতুল ইসলাম সিদ্দিকি খুতবার অন্য অংশে ইসলামি বিপ্লবের আসন্ন ৪০তম বিজয়বার্ষিকীর কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের জনগণ ইসলামি বিপ্লব ও এর নেতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে আগামী ১১ ফেব্রুয়ারি বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় ব্যাপক হারে অংশগ্রহণ করবে। iqna

 

 

captcha