IQNA

জার্মানে মসজিদের অবমাননা

4:07 - May 11, 2020
সংবাদ: 2610761
তেহরান (ইকনা)- জার্মানের কোলোন শহরের মসজিদে দুই জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মসজিদের প্রবেশ পথে পাথর নিক্ষেপ করেছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে টানা আট সপ্তাহ জার্মানে কোলোন শহরের শুরওয়েলার অঞ্চলের মসজিদ বন্ধ রয়েছে। বন্ধ থাকা সত্ত্বেও ইসলাম বিদ্বেষীদের হাত থেকে এই মসজিদ রক্ষা পায়নি।

প্রতিবেদন অনুযায়ী, ৯ম মে স্থানীয় সময় রাত ১:১৩শে দুই জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মসজিদের প্রবেশ পথে পাথর নিক্ষেপ করেছে। এরফলে মসজিদের দরজার ক্ষতি হয়েছে। মসজিদের সিসি ক্যামেরায় এই হামলা করার ঘটনা ধরা পড়েছে।

মসজিদের সমিতির সভাপতি ইব্রাহিম আলটুন এ ব্যাপারে বলেন: বিষয়টি জার্মান পুলিশকে জানানো হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে।

তিনি গুরুত্বারোপ করে বলেন: এই মসজিদের কর্মকর্তাগণ দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং তাদের বিচারের আহ্বান জানিয়েছেন। iqna

 

captcha