IQNA

মওকুফ করা হলো শেখ নিমরের ভাতিজার মৃত্যুদণ্ড

20:49 - February 07, 2021
সংবাদ: 2612220
তেহরান (ইকনা): সৌদি আরবের বিশিষ্ট আলেম শহীদ শেখ নিমর বাকির আল-নিমরের ভাতিজা আলী মুহাম্মাদ আল-নিমরের মৃত্যুদণ্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শাসক।

কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরব আলী মোহাম্মদ আল নিমরের মৃত্যুদণ্ড মওকুফ করেছে এবং দেশটির রাজা মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে বছরের কারাদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাসের মধ্যে এই শিয়া কিশোরের দশ বছরের কারাদণ্ডের মেয়াদ শেষ হবে।

সৌদি শাসক শেখ নিমর আল-নিমরের ভাই মুহাম্মাদ আল-নিমরের মৃত্যুদণ্ড ২০১৬ সালে কার্যকর করেছে। রাজার আদেশে রিয়াদের বিশেষ ফৌজদারি আদালত সম্প্রতি আলী মোহাম্মদ আল-নিমরের মৃত্যুদণ্ড প্রত্যাহার করে তাকে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।

এই তরুণ শিয়া নয় বছর আগে গ্রেপ্তার হয়েছিল এবং তার দশ বছরের কারাদণ্ডের রায় আগামী আট মাসে শেষ হবে। সৌদি আরবের পূর্বাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় এক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আলী আল-নিমর ও তার দুই বন্ধুকে ২০১২ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল। কিছু সূত্র উল্লেখ করেছে যে, আয়াতুল্লাহ শেখ নিমর বাকির আল-নিমরের পারিবারিক আত্মীয় হওয়ার কারণে এই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে আল-নিমর পরিবার ও আন্তর্জাতিক আইনি সংস্থা রিপোর্টে বলেছে, টর্চার করে তার নিকট থেকে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি নিয়ে তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আলী আল-নিমরের অল্প বয়স হওয়ার কারণে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল, কিন্তু রিয়াদ তার ফাঁসি কার্যকর করার জন্য জোর দিয়েছিল। iqna

captcha