IQNA

সর্বোচ্চ নেতার সম্মতিতে ৩৮৮ জন কারাবন্দীর সাধারণ ক্ষমা

20:42 - July 04, 2021
সংবাদ: 3470252
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের সুপারভিশনের মহাপরিচালক সরকারী নিষেধাজ্ঞার দায়ে দণ্ডিত ৩৮৮ জন কারাবন্দীর সাধারণ ক্ষমতাপ্রাপ্তের খবর জানিয়েছে।

ইরানের সুপারভিশনের মহাপরিচালক আলী রেজা নুর নিজাদ ঘোষণা করেছেন: ইমাম রেজা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং জুডিশিয়ারি সপ্তাহ উপলক্ষে সাধারণ এবং বিপ্লবী আদালতে দোষী, সশস্ত্র বাহিনী ও রাষ্ট্র বিরোধী অপরাধে জড়িত ৫ হাজার ১৫৬ জন কারাবন্দীর সাধারণ ক্ষমা এবং শাস্তি হ্রাসের ব্যাপারে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী হাফিজাহুল্লাহ সম্মতি প্রদান করেছন।

স্টেট পেনিটেনশিয়ারি সংস্থার আহকাম কার্যকরের বিষয়ে সুপারভিশনের মহাপরিচালক বলেন: এসকল কারাবন্দীদের মধ্যে সরকারী নিষেধাজ্ঞার দায়ে দণ্ডিত ৩৮৮ জন কারাবন্দীর সাধারণ ক্ষমা এবং শাস্তি হ্রাসের দস্তুর কার্যকর হয়েছ। iqna

 

captcha