IQNA

কাবুলে হামলার বদলা নিতে চাইলেন বাইডেন

17:58 - August 27, 2021
সংবাদ: 3470569
তেহরান (ইকনা): আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবারের জোড়া বিস্ফোরণে নিহত ৯০ জনের মধ্যে ১৩ জন মার্কিন সেনা রয়েছে। হামলায় অন্তত ১৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মার্কিন সৈন্যও রয়েছে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে আইএসকেপি।

সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন সেনা সদস্যদের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন জো বাইডেন। হামলাকারীদের খুঁজে বের করে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যারা এই হামলা চালিয়েছে, সেই সঙ্গে যে কেউ যুক্তরাষ্ট্রের ক্ষতি চায়, এটা জেনে রাখুন- আমরা ক্ষমা করব না। ভুলেও যাব না। আমরা আপনাকে শিকার করব এবং এর খেসারত আপনাকে দিতে হবে।

বাইডেন আরো বলেন, কাবুল বিমানবন্দরের কাছে হামলা মার্কিন নাগরিক এবং আফগান নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের মিশনকে থামাতে পারবে না।
সূত্র : সিবিএস নিউজ।

captcha