IQNA

নাইজারের স্কুলে আগুনে প্রাণ গেলো ২৫ শিশুর/ তিন দিনের শোক পালন

20:34 - November 09, 2021
সংবাদ: 3470946
তেহরান (ইকনা): নাইজারের একটি স্কুলে অগ্নিকাণ্ডে ২৫ জন শিক্ষার্থী নিহত হওয়ার পর দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে এ দুর্ঘটনা ঘটে। 
 
স্কুলটি নাইজারের রাজধানী নিয়ামে থেকে ৬০০কিলোমিটার পূর্বে মারাদি শহরে অবস্থিত।
 
মারাদি শহরের মেয়র চাইবু আবুবাকার বলেন, এখন পর্যন্ত ২৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। নিহত ওই শিশু শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ৬ বছরের মধ্যে। আগুন লেগে যাওয়া ওই শ্রেণীকক্ষটি কাঠ ও খড়ের তৈরি ছিল। 
 
এ নিয়ে নাইজারে শিশুদের স্কুলে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরের গত এপ্রিল মাসে নাইজারের রাজধানী নিয়ামে একটি কিন্ডারগার্টেনে আগুনে ২০ শিশু মারা গেছে।
 
অগ্নিকাণ্ডের ঘটনায় আজ মঙ্গলবার থেকে মারাদি অঞ্চলে তিন দিনের শোক পালিত হবে বলে জানা গেছে। একটি বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়,  মর্মান্তিক ঘটনা আবার নাইজারের জনগণকে শোকের মধ্যে ফেলেছে।
 
অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন নাইজারের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। সংগঠনের সেক্রেটারি জেনারেল ইউসুফ আল-উথাইমিন রবিবার একটি সোনার খনি ধসে কয়েক ডজন শ্রমিক নিহত এবং স্কুলে আগুন লাগানোর পরে একটি বার্তায় শোক প্রকাশ করেছেন।
captcha