IQNA

প্রেসিডেন্ট রায়িসির প্রত্যাশা;

ইব্রাহিমী ধর্মসমূহের নৈতিক গুণাবলীর উপর নির্ভর করে পৃথিবী থেকে কষ্টগুলি অদৃশ্য হয়ে যাবে

20:47 - January 01, 2022
সংবাদ: 3471217
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট খ্রিস্টান দেশসমূহের নেতৃবৃন্দের উদ্দেশ্যে লিখিত পৃথক পৃথক বাণীতে হযরত ঈসা (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে অভিনন্দন জানান।

হযরত ঈসা (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকীর অভিনন্দন জানিয়ে খ্রিস্টান দেশসমূহের নেতাদের একটি পৃথক বার্তায়, সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন: "বৈশ্বিক উন্নয়ন, বিশেষ করে কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, গোটা মানবজাতির নিরাপত্তা ও ভাগ্যলিপি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।
 
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, একটি সুশীল আন্তর্জাতিক ব্যবস্থার গঠন করার জন্য যৌক্তিকতা, ন্যায়বিচার এবং আধ্যাত্মিকতা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমি আশাবাদী যে, ইব্রাহিমী ধর্মসমূহের নৈতিক গুণাবলীর উপর নির্ভর করে পৃথিবী থেকে কষ্টগুলি অদৃশ্য হয়ে যাবে।
 
তিনি খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে বিশ্বের খ্রিস্টান রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে পাঠানো এক বার্তায় এ মন্তব্য করেন। বার্তায় তিনি বলেন, চলমান করোনা মহামারির সময়ে যখন টিকাদানসহ অন্যান্য ক্ষেত্রে বিশ্বের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন ছিল তখন কিছু দেশ স্বাস্থ্যসেবা খাতেও অন্য দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আর এ বিষয়টি প্রমাণ করেছে বিশ্বে এমন একটি সুশীল আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন যেখানে যৌক্তিকতা, ন্যায়বিচার ও আধ্যাত্মিকতা হবে মূল চালিকাশক্তি।
 
নতুন ইংরেজি বছরে বিশ্বের সব সমস্যার সমাধান হবে এবং জাতিগুলো তাদের অধিকার আদায়ের জন্য যে প্রতিরোধ চালাচ্ছে তা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরানের প্রেসিডেন্ট আল্লাহর নবী হযরত ঈসা মাসিহ (আ.) এর জন্মদিন উপলক্ষে খ্রিস্টান রাষ্ট্র ও সরকার প্রধানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ইব্রাহিম রায়িসি বলেন, আল্লাহর এই নবী ছিলেন অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিরোধের উজ্জ্বলতম দৃষ্টান্ত এবং অহংকারী শক্তির বিরুদ্ধে সংগ্রামে মুক্তিকামী মানুষের প্রেরণা।
 
উল্লেখ্য যে, ইব্রাহিমীয় ধর্ম' বা আব্রাহামীয় ধর্ম (ইংরেজি: Abrahamic Religion), যাকে সেমেটিক ধর্ম বা সেমিটিক ধর্মও বলা হয়, এটি দ্বারা দূরপ্রাচ্য এলাকার একেশ্বরবাদী ধর্মগুলোকে বোঝানো হয়, যাদের মধ্যে আব্রাহাম বা ইব্রাহিমের সাথে সম্পর্কিত ধর্মীয় উৎপত্তি অথবা ধর্মীয় ইতিহাসগত ধারাবাহিকতা বিদ্যমান। মহান আল্লাহ হতে প্রেরিত এইসব ধর্ম তিনি বা তার বংশধর প্রচার করেছেন।  iqna
captcha