IQNA

‌‍‌‍‌‍‍হিজবুল্লাহ মহাসচিব

শিরাজে সন্ত্রাসী হামলার কারণে এই অঞ্চলে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে

9:52 - October 28, 2022
সংবাদ: 3472722
তেহরান (ইকনা): লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতায় যারা উসকানি দিয়েছে তারাই শিরাজ শহরের পবিত্র মাজারে সন্ত্রাসী হামলা চালিয়েছে।
বুধবার সন্ধ্যায় একজন উগ্রবাদী তাকফিরি সন্ত্রাসী শিরাজ শহরের চেরাগ শাহ মাজারে একটি কালাশনিকভ রাইফেল নিয়ে নির্বিচারে গুলি চালায়। এতে ১৫ জন শহীদ এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন।
 
ওই হামলার নিন্দা ও হতাহতদের পরিবার-পরিজনের প্রতি সান্ত্বনা জানিয়ে গতকাল সন্ধ্যায় হাসান নাসরুল্লাহ বলেন, শিরাজ শহরে তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের এই হামলার মধ্যদিয়ে আবারো তাদের চরমপন্থী অপরাধকামী মতাদর্শ পরিষ্কার হয়েছে যার প্রতি আমেরিকার সর্বাত্মক সমর্থন রয়েছে।
 
হাসান নাসরুল্লাহ বলেন, দায়েশ এ মুহূর্তে মার্কিন প্রশাসনের স্বার্থ দেখার জন্য আফগানিস্তানে কাজ করছে, আফগানিস্তানের জনগণকে হত্যা করছে এবং ইরান ও প্রতিবেশী দেশগুলোতে একই কাজ করে চলেছে।
 
হাসান নাসরুল্লাহ বলেন, ক্রিমিনাল অপারেশনের কমান্ড সেন্টারের নেতৃত্ব দিচ্ছে ওয়াশিংটন। আমেরিকা তার নিজের স্বার্থে নিজের সমর্থক শ্রেণীকে ইরানের সহিংসতায় লেলিয়ে দিয়েছে। 4094909
captcha