IQNA

গাজায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২১ জনের প্রাণহানি

0:01 - November 19, 2022
সংবাদ: 3472844
তেহরান (ইকনা): আখিরুজ্জামান সোহান: ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি জনবহুল শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন শিশুও রয়েছে। 
বৃহস্পতিবার রাতে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে পুরো ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।
 
স্থানীয় এক হাসপাতালের পরিচালক সালাহ আবু লায়লা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও মৃতের সংখ্যা বাড়তে পারে।
 
 
নিরাপত্তা বাহিনীর স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
 
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরের সংখ্যা আটটি। জাতিসংঘের হিসেব অনুযায়ী, এসব ক্যাম্পে প্রায় ৬ লক্ষ শরণার্থী বসবাস করে। সেই হিসেবে বর্তমানে প্রতি কিলোমিটারে প্রায় ৫ হাজার ৭০০ মানুষের বসবাস শিবিরগুলোতে, যা প্রায় লন্ডনের ঘনত্বের সমান।
 
 
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অগ্নিকাণ্ডকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন।
 
এক টুইট বার্তায় ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ মানবিক কারণে আহতদের ইসরাইলি হাসপাতালে চিকিৎসার জন্য কর্মীদের নির্দেশনা দিয়েছেন।
captcha