ইকনা- মুসলিম স্পেন তথা আল আন্দালুসের সমৃদ্ধ অর্থনীতি কৃষি ও শিল্পের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। ইসলামবিষয়ক গবেষক ও ইতিহাসবিদ পি কে হিট্টি লিখেছেন, ‘খেলাফতের অধীনে স্পেন ছিল ইউরোপের সবচেয়ে ধনী ও জনবহুল ভূখণ্ডগুলোর একটি।’ মুসলিম স্পেনের কিছু শিল্প ছিল খনিজ সম্পদের ওপর নির্ভরশীল। যেমন—মৃিশল্প, কাচশিল্প ও ধাতুশিল্প।                             
                               		              		  14:58 , 2025 Nov 01