ইকনা- দোহা থেকে আইকনা প্রতিবেদনে জানা গেছে, গাজায় ইসরায়েলি দখলদারদের গণহত্যা, আরব ও ইসলামী কয়েকটি দেশ দখলের কৌশল প্রকাশ এবং সিরিয়া, লেবানন, ইরান ও সাম্প্রতিক কাতারে বর্বর হামলার পর মুসলিম বিশ্ববিদদের আন্তর্জাতিক ইউনিয়ন (ইউনিয়ন অব মুসলিম স্কলার্স) এক বিবৃতিতে আরব ও ইসলামী দেশের নেতাদের নিজ নিজ দেশ ও জনগণকে রক্ষায় বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
22:55 , 2025 Sep 12