ইকনা- লেবাননের খ্রিস্টান লেখক, কবি ও সাহিত্যিক মিশেল কা‘দি ইকনার সাথে সাক্ষাৎকারে বলেছেন যে, হযরত ঈসা (আ.)-এর পক্ষ থেকে রাসূলুল্লাহ (সা.)-এর আগমনের বহু সুসংবাদ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যখন ঈসা (আ.) এই সুসংবাদ দেন, তখন তিনি নিজের রিসালাতকে একটি অব্যাহত প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করতে চান। তিনি আহমদের আগমনের সুসংবাদ দিয়েছেন কারণ তিনি চেয়েছিলেন যে, তাঁর পরবর্তীতে নৈতিক মূল্যবোধ খাতমুন নাবিয়্যীন (সা.)-এর আগমনের মাধ্যমে অব্যাহত থাকুক। উভয় নবীই নিজেদের রিসালাতকে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও আল্লাহর ভালোবাসা হিসেবে জানতেন।
08:18 , 2025 Dec 25