IQNA

বহুদিন পর মসজিদুল আকসায় জুমার নামায আদায়ে গাজার মুসলমানরা

0:57 - April 15, 2016
সংবাদ: 2600612
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আবারও জায়নবাদি ইসরাইল গাজার মুসলমানদের মসজিদুল আকসায় জুমার নামায আদায়ের সুযোগ দিতে বাধ্য হয়েছে।
বার্তা সংস্থা ইকনা:  বিভিন্ন আরবী ওয়েব সাইটের খবরে উল্লেখ করা হয়েছে যে, মুসলিম জাহানের প্রথম কিবলা মসজিদুল আকসার দখলকারী ইহুদিবাদি ইসরাইল অনুমোতি দিতে বাধ্য হয়েছে যে, এ সপ্তাহের জুমার নামাযে গাজার মুসলমানদের বিনা বাধায় মসজিদে প্রবেশ করতে দিবে। ইহুদিবাদি ইসরাইল জোরপূর্বক এক নিয়মের মাধ্যমে ৪০ বছরের কম বয়সের কোন পুরুষ মসজিদুল আকসাতে জুমার নামায আদায় করতে পারবে না। কিন্তু আগামীকাল শুক্রবার এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাধ্য হয়েছে।

এ কারণে আশা করা যাচ্ছে এ সপ্তাহে গাজার মুসলমানরা স্বাধীনভাবে জুমার নামায আদায়ের সুযোগ পাবে। দীর্ঘ দিন ধরে তারা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত থাকার পর আবার এ সুযোগ লাভ করল।

উল্লেখ্য বিগত কয়েক বছর যাবত ইহুদিবাদি ইসরাইল মুসলিম জাহানের প্রথম কিবলা ও ফিলিস্তিনি মুসলমানদের উপর নৃসংশ নির্যাতন বৃদ্ধি করেছে।

সুত্রঃ শাবিস্তান

captcha