IQNA

ইরাকে ওয়াসিত প্রদেশে কোরআনিক বিজ্ঞানের দুটি নতুন কেন্দ্র উদ্বোধন

23:56 - April 17, 2016
সংবাদ: 2600627
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পূর্বাঞ্চলীয় ওয়াসিত প্রদেশরে কোরআনিয়ান এসোসিয়েশনের উদ্যোগে কোরআনিক বিজ্ঞানের দুটি নতুন কেন্দ্র উদ্বোধন হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: কোরআনিক বিজ্ঞানের এই দুটি নতুন কেন্দ্রের একটি নোমানিয়া শহরের 'আল কুর্দি ফিল্লিয়িন' নামক হুসাইনিয়াতে এবং অপরটি কুট শহরের ইমাম জয়নুল আবেদিন (আ.)এর নাতি 'সাইয়্যেদ মুহাম্মাদ আবুল হাসানের পবিত্র মাযারে নির্মাণ করা হয়েছে।

কোরআনিয়ান এসোসিয়েশনের প্রধান 'নাতিক আল যারকানী' এ ব্যাপারে বলেন: পবিত্র কোরআনের শিক্ষা বিস্তারের জন্য উক্ত এসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে এধরনের কেন্দ্র চালু করা হয়েছে।

তিনি বলেন: আমরা কোরআনিক বিজ্ঞান জ্ঞান বিস্তার সহকারে কোরআন হেফজ, তিলাওয়াত ও তাফসিরের প্রশিক্ষণ সহকারে কোরআন প্রতিযোগিতা ও মাহফিলের আয়োজন করার জন্য প্রস্তুত রয়েছি।

এছাড়াও কোরআনিয়ান এসোসিয়েশনের শিক্ষক 'আলী আল কানানী বলেন: আমরা 'ইমাম জামানার আবির্ভাব পর্যন্ত আমাদের প্রশিক্ষণ কোর্স অব্যাহত রাখব' শ্লোগানের মাধ্যমে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।


iqna


captcha