IQNA

অক্সফোর্ড মিউজিয়ামে ইসলামী শিল্প প্রদর্শনী

2:35 - October 30, 2016
সংবাদ: 2601855
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের অক্সফোর্ড শহরের 'অ্যাশমুলিন' নামক প্রত্নতত্ত্ব আর্ট মিউজিয়ামে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য ইসলামী শিল্পকলার আলোকে একটি নতুন প্রদর্শনী প্রদর্শিত হচ্ছে।


বার্তা সংস্থা ইকনা: 'ক্ষমতা ও সুরক্ষা' শিরোনামে অনুষ্ঠিত উক্ত প্রদর্শনীতে বিগত কয়েক শতক ধরে মুসলমানদের আশা ও ভয়সমূহের আলোকে বিভিন্ন শিল্প ও ছবি দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে।
ত্রয়োদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীতে ইরাকের মসুল শহর থেকে সুদানের দারফুর শহরে বসবাসকৃত মুসলমানদের জীবনযাত্রার মান ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে।
এছাড়াও ঐতিহাসিক এই প্রদর্শনীতে ইসলাম ধর্মের বিভিন্ন বিস্ময়কর ঘটনা তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে শিয়া, সুন্নি ও সুফি মাযহাবের বিভিন্ন শিল্পীদের শিল্পকর্ম উপস্থাপন করা হয়েছে।
দর্শকরা ব্যাপক আগ্রহের সাথে এই প্রদর্শনীতে উপস্থিত হচ্ছেন এবং ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন।
অক্সফোর্ড ফাউন্ডেশনের ধর্মীয় নেতা বলেন: এই প্রদর্শনীর মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে ইসলাম ধর্মের গুরুত্ব বৃদ্ধি পাবে।
বলাবাহুল্য, উক্ত প্রদর্শনী আগামী বছরের ১৫ই জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। 'ক্ষমতা ও সুরক্ষা' শিরোনামে অনুষ্ঠিত উক্ত প্রদর্শনী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে প্রদর্শন করতে পারবে।
iqna


captcha