IQNA

আমেরিকা, সৌদি আরব ও ইসরাইল পতনের দিকে এগিয়ে যাচ্ছে: কাজেম সিদ্দিকি

22:07 - July 28, 2017
সংবাদ: 2603525
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটে ইরান বিরোধী নিষেধাজ্ঞা বিল পাশের ঘটনাকে পরমাণু সমঝোতা লঙ্ঘন হিসেবে অভিহিত করে বলেছেন, এতে বোঝা যায় আমেরিকাকে বিশ্বাস করা যায় না।
আমেরিকা, সৌদি আরব ও ইসরাইল পতনের দিকে এগিয়ে যাচ্ছে: কাজেম সিদ্দিকি
বার্তা সংস্থা ইকনা: আজকের জুমার নামাজের খুতবায় তিনি আরো বলেছেন, নিষেধাজ্ঞা বিল পাশের ঘটনায় ইরানের প্রতিটি কর্মকর্তার কাছে এটা প্রমাণিত হয়েছে, ইসলাম ধর্ম ও ইরানের ইসলামী বিপ্লবের প্রতি মার্কিন শত্রুতা শেষ হবার নয়।

নিজেদের সক্ষমতাকে কাজে লাগানো, স্বয়ংসম্পূর্ণতা ও অর্থনৈতিক প্রতিরোধই মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার একমাত্র পথ উল্লেখ করে ইরানের এ বিশিষ্ট আলেম বলেছেন, চাপিয়ে দেয়া আট বছরের প্রতিরক্ষা যুদ্ধের সময়ও আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস ও বিপ্লবী চেতনা ধারণ করে ইরানের জনগণ আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।

হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আরো বলেছেন, মধ্যপ্রাচ্যে আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রয়েছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা, সৌদি আরব ও ইসরাইল পতনের দিকে এগিয়ে যাচ্ছে। পার্সটুডে
iqna






captcha