IQNA

ভারতে আন্তর্জাতিক ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ

15:15 - October 24, 2017
সংবাদ: 2604152
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের টেলেনাঙ্গা রাজ্যের মুখ্যমন্ত্রী হায়দ্রাবাদে একটি আন্তর্জাতিক ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছেন।
ভারতে ইসলামী আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ

বার্তা সংস্থা ইকনা: টেলেনাঙ্গা রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রায় গতকাল (২৩শে অক্টোবর) এক সেমিনারে আগামী তিন সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু নির্দেশ দিয়েছেন।
কেন্দ্রটি নির্মাণ হওয়ার পর সেখানে ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতি কার্যক্রমের জন ব্যবহার করা হবে।
এছাড়াও টেলেনাঙ্গার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রায় উক্ত শহরে অন্যান্য ধর্মের অনুসারীদের তুলনায় মুসলমানদের জীবনযাত্রার কথা বিবেচনা করে উক্ত প্রদেশে বসবাসরত  মুসলমানদের জন্য বিশেষ লোনের ব্যবস্থা করেছেন।
টেলেনাঙ্গায় সাড়ে ৪ কোটি জনগণের মধ্যে ১২.৫ শতাংশ মুসলিম অধিবাসী। টেলেনাঙ্গা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের ২০১৭ সালের প্রতিবেদন অনুযায়ী টেলেনাঙ্গায় বসবাসরত অর্ধেক মুসলমানই হায়দ্রাবাদে বসবাস করছে।
জরিপ অনুযায়ী, ভারতে মোট জনসংখ্যার মধ্যে ১৮ কোটি মুসলিম নাগরিক রয়েছে। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারত তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ।
iqna



captcha