IQNA

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না: ইরান

18:40 - March 09, 2018
সংবাদ: 2605224
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে তেহরান কাউকে হস্তক্ষেপ করতে দেয় নি এবং ভবিষ্যতেও দেবে না। আজ (শুক্রবার) জুমা নামাজের খুতবায় তিনি এ মন্তব্য করেন।

 

 

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁর সাম্প্রতিক ইরান সফর প্রসঙ্গে কাজেম সিদ্দিকি একথা বলেছেন। তিনি বলেন, ফরাসি মন্ত্রীর এ সফর ছিল আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের ক্ষেত্রে মার্কিন হস্তক্ষেপের পথ সুগম করে দেয়ার প্রচেষ্টা মাত্র।

হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আরো বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক পর্যায়ে তেহরানের প্রভাবের ব্যাপারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী অনেকটা শত্রুতামূলক মনোভাব নিয়ে তেহরান সফর করেন এবং তিনি তার উপযুক্ত জবাব পেয়েছেন। কাজেম সিদ্দিকি পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ করে বলেন, "এ অঞ্চলে আপনাদের কাজ কী? আমেরিকা প্রমাণ করেছে যেখানে তারা উপস্থিত হয়, সেখানেই অস্থিতিশীলতা সৃষ্টি করে।"

জুমা নামাজের খতিব বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা তার অবস্থান জোরদার করতে চায়; সে কারণে তারা চায় না ইরান তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করুক।

iqna

 

captcha