IQNA

প্রকাশিত হলো বহুপ্রতীক্ষিত বই ‘মহাবীর শহীদ সোলাইমানি’

17:23 - March 20, 2020
সংবাদ: 2610446
তেহরান (ইকনা)- মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানির জীবন ও কর্ম, বক্তৃতামালা, অসিয়তনামা এবং তাঁর জীবনের সর্বশেষ সাক্ষাৎকারসহ নানা বিষয় নিয়ে একটি স্মারক সংকলন প্রকাশিত হয়েছে। ‘মহাবীর শহীদ সোলাইমানি’ নামের বইটি প্রকাশ করেছে ঢাকার সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘সূচীপত্র’।

৩৬৪ পৃষ্ঠার বইটি সম্পাদনা করেছেন, মুহাম্মাদ মুনীর হুসাইন খান, ড. জহির উদ্দিন মাহমুদ, মোহাম্মদ আমির হোসেন ও মো. আশিকুর রহমান।

বইটিতে বলকান অঞ্চলের সাব্বির হাসানালি, ইরানের ড. শোয়াইব বাহমান, আমেরিকার স্টিফেন লেন্ডম্যান, প্যারিসের রামিন মাযাহেরি, বাংলাদেশের রাজনীতিক-লেখক গোলাম মাওলা রনি, দৈনিক আজকের ভোলা সম্পাদক শওকাত হোসেন, প্রথম আলোর সহকারী সম্পাদক ফারুক ওয়াসিফ, প্রখ্যাত লেখক-গবেষক আলতাফ পারভেজ, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক কবি জামালউদ্দিন বারী, গ্রন্থকার ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরী, সাংবাদিক সিরাজুল ইসলাম, কলামিস্ট জয়া ফারহানা, ড. মঞ্জুর আলম, ড. সোহেল আহম্মেদসহ প্রায় অর্ধশত লেখকের অনুবাদ ও লেখা স্থান পেয়েছে। এছাড়া, গোলাম রেযা সানআতগার, আল মাহমুদ, আবদুল মুকীত চৌধুরী, আবদুল হাই শিকদার, মাহমুদুল হাসান নিজামী, মহিউদ্দিন আকবর, নাসির মাহমুদ, আমিন আল আসাদ, সৈয়দ মূসা রেজাসহ অন্তত ২৫ জন কবির কবিতা ছাপা হয়েছে।

বইটি প্রকাশের উদ্দেশ্য সম্পর্কে সূচীপত্র প্রকাশনীর প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ বারী লিখেছেন, "জেনারেল সোলাইমানি আজীবন আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী এবং বিশ্ব-মজলুমের পক্ষে সংগ্রামের এক অগ্রবর্তী সেনানি। তাঁর শাহাদাতের ঘটনায় বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় স্বাধীনচেতা জনগণ যেমন শোকার্ত এবং ক্ষুব্ধ হয়েছে তেমনি সমগ্র বিশ্বের শান্তিকামী মানুষও হয়েছে কিংকর্তব্যবিমূঢ়। আধিপত্যবাদবিরোধী এই মহানায়কের জীবন ও কর্মের সঙ্গে যথাসম্ভব পরিচয় করিয়ে দেওয়ার সচেতন ও নৈতিক দায়িত্ববোধ থেকেই এই গ্রন্থ প্রকাশের প্রয়াস পেয়েছি আমরা।"

বইটি বাংলাদেশের পাশাপাশি ভারত, আমেরিকা, ব্রিটেন ও কানাডায় পাওয়া যাবে। বাংলাদেশের পাঠকরা সংগ্রহ করতে পারবেন ঢাকার শাহবাগ (পাঠক সমাবেশ কেন্দ্র, ভবন ৪ (২য় তলা), বাংলাদেশ জাতীয় জাদুঘর) ও ধানমন্ডিতে অবস্থিত ইরান সাংস্কৃতিক কেন্দ্রের (বাড়ি নম্বর ১৭, রোড নম্বর ৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫) পুস্তক বিভাগ থেকে। এছাড়া, অনলাইন বুকশপ 'রকমারী' ও 'বইঘর' থেকেও কেনা যাবে।
সূত্র: parstoday

captcha