IQNA

রমজানে আমিরাতের হালচাল + ছবি

5:10 - May 08, 2020
সংবাদ: 2610741
তেহরান (ইকনা)- করোনার প্রাদুর্ভাবের ফলে বিশ্বের ইসলামিক দেশগুলির মতো সংযুক্ত আরব আমিরাতেও এ বছরে কিছু বিধিনিষেধের সাথে পবিত্র রমজানের শুরু হয়েছে।

কোভিড -১৯ সংক্রমণের ফলে এই বছর সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে রমজানের ঐতিহ্য ও রীতিনীতির উপর প্রভাব বিস্তার করেছে। বিধিনিষেধ থাকা সত্ত্বেও বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের মতো এই দেশের মুসলমানেরা রমজানের ঐতিহ্য ও রীতিনীতি পালন করার চেষ্টা করেছে।


সংযুক্ত আরব আমিরাতে এসকল ঐতিহ্য ও রীতিনীতির মধ্যে ইফতারের সময় কামানের গোলা নিক্ষেপ করা। ইফতারের সময়ে অর্থাৎ সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে যুদ্ধ কামান থেকে গোলা নিক্ষেপ করে সকলকে ইফতারের সময় সম্পর্কে অবগত করা হয়। এর এগে শাইখ যায়িদ গ্র্যান্ড মসজিদ এবং উম্মুল আমারাত পার্ক সহ যেসকল স্থানে কামান থেকে গোলা নিক্ষেপ করা হতো সেখানে জনগণ জড়ো হতো। তবে এ বছর নিষেধাজ্ঞার ফলে এই অনুষ্ঠানে সেদেশের জনগণ তেমন ভাবে অংশগ্রহণ করতে পারেনি।  iqna

captcha