IQNA

আটলান্টায় কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যার অভিযোগ

19:48 - June 18, 2020
সংবাদ: 2610976
তেহরান (ইকনা): মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় কৃষ্ণাঙ্গ যুবককে যে পুলিশ কর্মকর্তা গুলি করে, তার বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে বলে বুধবার ফুলটন কাউন্টির ডিসট্রিক্ট অ্যাটর্নি জানান।

জ্যারেট রলফেই রেইশার্ড ব্রুকসকে গুলি করেন এবং এরপর লাথি মেরে মাটিতে ফেলে দেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানিয়েছেন, রলফের বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ আনা হয়েছে। ব্রুকসকে ৩টি গুলি করেন রলফে। যার দুটি তার পিঠে লাগে। আর একটি গিয়ে লাগে ৩ আরোহী সহ একটি গাড়িতে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় , গুলি লাগার পর রলফে ‘ আমি তাকে পেয়ে গেছি ’ বলে চিৎকার করছেন ।

ব্রুবসের বিধবা স্ত্রী টমিকা মিলার এই অভিযোগ গঠনের পর বলেন , আমি খুবই আঘাত পেয়েছি। আমি এই ঘটনার সুবিচার প্রত্যাশা করি।

ব্রুকসের হয়ে যে আইনি ফার্মটি মামলা লড়ছে , তারা এক বিবৃতিতে বলেছে , সে নিজের নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছিল , যা তার নাগরিক অধিকার। অফিসার রলফে তার টিজারটি ফেলে দেন এবং নিজের সার্ভিস অস্ত্র বের করে ব্রুকসের পিঠে গুলি করেন।
সূত্র: ফক্স নিউজ, সিএনএন

captcha